মোশারফ করিমের ‘হুব্বা’র প্রথম ঝলক প্রকাশ

0

নব্বই দশকের শেষের দিকে উত্থান ঘটে হুব্বা শ্যামল নামক এক গ্যাংস্টারের। হুগলি জেলার অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন এই শ্যামল। এমনই এক গ্যাংস্টারের জীবনকে কেন্দ্র করে নতুন ছবি তৈরি করেছেন পরিচালক ব্রাত্য বসু। ছবির নাম ‘হুব্বা’। নাম ভূমিকায় দেখা যাবে অভিনেতা মোশারফ করিমকে।

প্রকাশিত ছবিতে দেখা যায়, গলায় ফুলের মালা জড়িয়ে সকলের মাঝে দাঁড়িয়ে মোশারফ। তার দু’পাশে দাঁড়িয়ে বাকিরা।

এক সময় তিনি ভোটে দাঁড়াতেও চান। যত বারই তাকে গ্রেফতার করেছিল পুলিশ, প্রতি বারই জামিন পেয়ে গিয়েছিলেন। ২০১১ সালে বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের মরদেহ ভেসে ওঠে। এই ছবির মাধ্যমে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধ জগতের চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ‘হুব্বা’র মাধ্যমে ওপার বাংলার ছবিতে দেখা যাবে মোশারফকে। অবশ্য ওটিটির দৌলতে এর আগেও সেখানকার দর্শক বেশ কিছু ওয়েব সিরিজে মোশারফের কাজ দেখেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here