টাইগার-দিশার পুরোনো প্রেম কি আবার ফিরছে?

0

বলিপাড়ায় টাইগার শ্রফ ও দিশা পাটানির প্রেমের গুঞ্জন নতুন নয়। পর্দার বাইরে বাস্তব জীবনেও তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো। যদিও জনসমক্ষে কখনো নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি টাইগার ও দিশা। তবে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতা দেখলেই বোঝা যেত, একে অপরকে বেশ পছন্দ করতেন। 

বছর খানেক আগে দুই অভিনেতার বিচ্ছেদের কানাঘুষা শোনা যায়। এমনকি এক অনুষ্ঠানে এসে নিজেকে সিঙ্গেল বলেও ঘোষণা করেন টাইগার। তার বছর খানেক পর ফের ‘কাছাকাছি’ দুই প্রাক্তন। সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইগারকে প্রশংসায় ভরালেন দিশা।

চলতি মাসের প্রথম দিকে দিল্লিতে একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল টাইগার ও দিশাকে। সেখানেও একে অপরের সঙ্গেই পুরো সময়টা কাটিয়েছিলেন তারা। এমনকি একই বিমানে করে মুম্বাই থেকে দিল্লি পাড়ি দিয়েছিলেন একসময়ের চর্চিত এই যুগল।

টাইগারের সঙ্গে প্রেমের সম্পর্কের জল্পনা চলাকালে শ্রফ পরিবারের বাকি সদস্যদের সঙ্গেও বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছিল দিশার। বিশেষ করে টাইগারের মা ও বোনের সঙ্গে খুব ভালো সম্পর্ক অভিনেত্রীর। এ জুটির বিচ্ছেদের খবর পাওয়ার পরও শোনা গিয়েছিল, আয়েশা ও কৃষ্ণার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি দিশা। টাইগারের সঙ্গেও বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছিলেন অভিনেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here