ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দামুদরপুর গ্রামের একটি পুকুর থেকে বিল্লাল হোসেন (৬০) নামে এক চা-দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে দামুদরপুর গ্রামে ইটভাটার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিল্লাল হোসেন একই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মাহবুর রহমান জানান, তার গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি জানা যাবে।