‘প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন বাঙালিরা ভিক্ষা করে না’

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেছেন, প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন বাঙালিরা ভিক্ষা করে না। করোনাকালীন সময়ে সারাবিশ্ব বলেছিল যেমন এক সময় স্বাধীনতার পরে বলা হয়েছিল এই দেশ একটা ভিক্ষার ঝুঁড়ি নিয়ে আগাবে। কিন্তু বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন যে বাঙালিরা ভিক্ষা করে না। যে বাঙালি যুদ্ধ করে স্বাধীন করতে পারে একটি দেশকে। সেই বাঙালিকে ভিক্ষার অপবাদ দিয়ে দাবিয়ে রাখা যাবে না। প্রধানমন্ত্রী আজ দেখিয়ে দিয়েছেন আমরা কারো প্রতিপক্ষি নই। 

আজ শুক্রবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাকান্ত উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here