মধ্যযুগীয় কায়দায় শিশু নির্যাতন, গ্রাম পুলিশসহ গ্রেফতার ৩

0

বাগেরহাটের রামপাল উপজেলার পল্লীতে দড়ি দিয়ে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্যে শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত গ্রাম পুলিশ মো. নাসিম খানসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার সকালে পারিবারিক পূর্ব শত্রুতার জেরে ইয়সিন আরাফাত (১৪) নামে এক শিশুকে চোর অপবাদ দিয়ে নির্যাতন করা হয়। খবর পেয়ে পুলিশ ওইদিনই গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে রামপাল হাসপাতালে ভর্তি করে। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আশরাফুল আলমের নেতৃত্বে পুলিশ রাতভর অভিযান চালিয়ে এ ঘটনা জড়িত ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আশরাফুল আলম জানান, উপজেলার মল্লিকের বেড় গ্রামে দিনমজুর অলিয়ার রহমানের সাথে প্রতিবেশী সরোয়ার হোসেনের পূর্ব শত্রুতা রয়েছে। এরই জের ধরে সরোয়ার হোসেন গ্রাম পুলিশ মো. নাসিম খানকে ম্যানেজ করে দিনমজুর অলিয়ার রহমানের ছেলে ইয়সিন আরাফাতকে চোর অপবাদ দেয়। শুক্রবার সকাল ৯টার দিকে শিশু ইয়সিন আরাফাতকে গ্রাম পুলিশ মো. নাসিম খানের নেতৃত্বে ধরে এনে দড়ি দিয়ে হাত-পা বেধে মধ্যযুগীয় কায়দায় রাস্তার উপর প্রকাশ্যে নির্যাতন করা হয়। খবর পেয়ে পুলিশ ওইদিনই গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে রামপাল হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ রাতভর অভিযান চালিয়ে শিশু নির্যাতনের ঘটনা জড়িত গ্রাম পুলিশসহ ৩ জনকে গ্রেফতার করে। গ্রফতারকৃতদের শনিবার দুপুরে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here