হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে সেলিম মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। শবিনার সন্ধ্যায় উপজেলার শরীফনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম মিয়া ওই গ্রামের মৃত সাজাব মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ গরুর বাজার মাঠে দু’দলের ফুটবল খেলা হয়। এসময় ফুটবল খেলাকে কেন্দ্র করে শরীফনগর গ্রামের রনি মিয়া ও সেলিম মিয়ার মধ্যে বাকবিতন্ডা হয়। খেলা দেখা শেষে সেলিম বাড়ি ফেরার পথে প্রতিপক্ষরা তাকে লাঠি দিয়ে পিঠিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।