টাঙ্গাইলের ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে কহিনুর নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র্যাব।
এরা হলেন বায়োজিত (৬০) এবং ববিন হায়দার চৌধুরী (৫০)।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, জমিসংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষের আঘাতে কহিনুর নামে এক ব্যক্তি মারা যান। পরে নিহত কহিনুর আলমের ছেলে বাদী হয়ে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।