মাগুরায় ৬০০ পিস ইয়াবাসহ স্বপন সাহা (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ৭টার দিকে মাগুরা-যশোর সড়কের শালিখা থানার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার স্বপন সাহা যশোর জেলার কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের নিত্যানন্দ সাহার ছেলে।
এসময় বাস যাত্রী স্বপন সাহার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে শালিখা থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।