দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী নাকি বলিউড অভিষেকের দ্বারপ্রান্তে। আর শুরুতেই তাকে দেখা যাবে `রামায়ণ’ সিনেমার সীতার চরিত্রে।
আর তার বিপরীতে রাম হিসেবে থাকবেন রণবীর কাপুর। এমন গুঞ্জনই শোনা যাচ্ছে ভারতের নানা গণমাধ্যমে।
সীতা চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন। এমন খবরও চাউর হয়েছিল। তবে জানা গেছে এবার সীতা নয় একই নির্মাতার ছবিতে ‘দ্রৌপদী’ রূপে আসছেন দীপিকা।
শোনা যাচ্ছে ‘রামায়ণ’ নির্মাতারা সীতার ভূমিকায় সাই পল্লবীকেই বেছে নিয়েছেন তার জনপ্রিয়তার কারণে।
অনেকে সংবাদমাধ্যম খবরও দিয়েছে যে, এই সিনেমার চুক্তিপত্রেও সই করেছেন সাই। রণবীরও নাকি সই পর্ব সেরে ফেলেছেন।
তবে এ ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি কোনো পক্ষ থেকে ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া