মেয়েকে কোন পেশায় দেখতে চান জানালেন আলিয়া

0

বলিউডের কাপুর পরিবারে বংশানুক্রমে উত্তরাধিকার হস্তান্তরের প্রচলন রয়েছে। এই মুহূর্তে রণবীর কাপুর, কারিনা কাপুর, কারিশমা কাপুরেরা সেই ধারা বহন করছেন। তা সে পেশা হোক কিংবা বিষয়সম্পত্তি।

এমনিতেই বলিউড তারকাদের ছেলেমেয়েদের বাবা-মায়ের পদাঙ্কই অনুসরণ করতে দেখা যায়। অভিনেতার ছেলে অভিনেতাই হবেন। কিংবা অভিনেত্রীর মেয়ে মায়ের দেখানো পথে হাঁটবেন— এই প্রচলনই চলে আসছে। যদিও এটা নিয়ে কম বিতর্ক নেই ইন্ডাস্ট্রিতে। 

এমনিতেই সন্তানকে নিয়ে নানান আশা-আকাঙ্ক্ষা থাকে মা-বাবাদের। আলিয়াও ব্যতিক্রম নন। তবে মায়ানগরীর অধিকাংশ বাবা-মা সন্তানের ভবিষ্যৎ প্রসঙ্গ এড়িয়ে চলেন। সেদিক থেকে আলিয়া একেবারেই ব্যতিক্রমী। তিনি রাখঢাক না করেই জানান তার মেয়েকে ভবিষ্যতে অভিনেত্রীই হতে হবে, এমনটা নয়। আলিয়ার ইচ্ছা মেয়ে বড় হয়ে বৈজ্ঞানিক হোক।

এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, “আমি আমার মেয়েকে দেখলেই বলি তুমি বড় হয়ে বিজ্ঞানী হবে।”

মেয়ের জন্মের চার মাসের মাথায় পুরোদমে কাজ শুরু করেন আলিয়া। সামনেই অভিনেত্রীর দুটি ছবি মুক্তি পাচ্ছে। একটি ‘রকি আউর রানি কি প্রেমকাহানি’। অন্যটি হলিউডে তার প্রথম ছবি ‘হার্ট অব স্টোন’। পেশার কারণে মেয়েকে তেমনভাবে সময় দিতে পারছেন না বলে বিভিন্ন সময়ে আক্ষেপ করেছেন আলিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here