জলবায়ুর ন্যায্যতার দাবিতে তরুণদের সাইকেল র‌্যালি

0

‘সাইক্লিং ফর ক্লাইমেট জাস্টিস’ স্লোগানে নেত্রকোনায় সাইকেল র‌্যালি করেছে কয়েকজন তরুণ। শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা শহরের ছোট বাজার স্থানীয় শহীদ মিনারের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়।

পাঁচ তরুণ বিভিন্ন বাজারে বাজারে দাঁড়িয়ে সচেতনতা বাড়াতে কাজ করছে। তাদের বুকে ঝুলানো প্ল্যাকার্ডে রয়েছে নানা বার্তা। শহরের মধ্য দিয়ে রেলক্রসিং বাজারসহ বিভিন্ন বাজার ও পথে পথে সচেতনতা বার্তা দিয়ে পুর্বধলা সড়কের রৌহা ইউনিয়নের ত্রিমোহনী মগড়া নদীর উৎপত্তিস্থল এলাকায় শেষ হবে এই অভিনব প্রচারণা।

জলবায়ু পরিবর্তনে বিশ্বের বিভিন্ন দেশ দায়ী, সেটি তুলে ধরে এবং প্রতিবাদ করে তরুণদের ও নেত্রকোনার মানুষদের সচেতন করাই মূল লক্ষ্য বলে জানান সম্মিলিত যুব সমাজের সভাপতি পার্থ প্রতিম সরকার।

নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রি কলেজের জীব বিজ্ঞানের অধ্যাপক নাজমুল কবীর সরকার জানান, নেত্রকোনার যুব সমাজ এবং আমরা কিছু পরিবেশকর্মী সাধারণ মানুষের কাছে পরিবেশ রক্ষার আওয়াজটা পৌঁছে দিতে চাই। আমরা বৃক্ষ নিধন করছি, গাছ কেটে ফেলছি, মাছের ভ্রুণসহ মেরে ফেলছি। এর জন্য নিজেরা কিভাবে দায়ী এটিও পৌঁছে দিতে সাধারণ মানুষের কাছে এটা একটা বড় পথ বলে মনে করেন তিনি।

বারসিকের প্রতিনিধি আওলাদ হোসেন রনি জানান, বাংলাদেশ যেহেতু জলবায়ুর সর্বোচ্চ ঝুঁকির একটি দেশ। পানীয় জলের সংকট নেত্রকোনা অঞ্চলের মধ্যে বেশি। তাই জলবায়ু ন্যায্যতার জন্য এই প্রচারণা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here