পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট চাওয়া নিয়ে নৌকা এবং হাতপাখা সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মিয়া বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।
এদের মধ্যে মো. বসির, জিদান, রাকিবুল হাসান, মুশফিকুর রহমান, শাহ জালাল, রিয়াজ, শাহজাহান, সবুজ খান, ফেরদৌস হাওলাদার, মো. বেল্লাল, হিরন হাওলাদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত শাহজালাল নামের এক নৌকা মার্কার কর্মীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ হাতপাখার সমর্থক মুশফিকুর রহমান ও বেল্লালকে আটক করেছে বলে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, দুই পক্ষের মারামারির ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলা হতে পারে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।