তুলকালামের পর জানা গেল সিংহী নয় ওটা ‌‘বুনো শূকর’

0

সিংহী ঢুকে পড়েছে রাজধানী বার্লিন সংলগ্ন এলাকায় এমন খবরেই হুলস্থুল পরে গিয়েছিল জার্মানিতে। সেই সিংহীকে বাগে আনতে হেলিকপ্টার, ড্রোন, বিশেষ ক্যামেরা ও সামরিকযানসহ নানাকিছু নিয়ে বেরিয়ে পড়েছিল জার্মান বাহিনী। স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে ঘরে থাকতে বলা হয়।

তবে একদিনের বেশি সময় খোঁজ করে সিংহ জাতীয় কিছু পাওয়া যায়নি। এবার তাই অনুসন্ধান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। 

ক্লেইনমাচনো এলাকার মেয়র বলেছে, এখানে আর কোনো বিপদ নেই। আর যদি কোনো বিপদের শঙ্কা হয় তবে পুলিশ আবার সতর্কতা জারি করবে।  

বার্লিনের স্থানীয় রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে এক বিশেষজ্ঞ বলেছেন, যে প্রাণীটিকে ভিডিওতে দেখা গেছে ওটা আসলে শূকরের মতো। যা ওই এলাকায় হরহামেশাই দেখা যায়।

সূত্র: বিবিসি

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here