গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে ইসরায়েল, মন্তব্য সাবেক গোয়েন্দা প্রধানের

0

ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেত এর সাবেক প্রধান সতর্ক করে বলেছেন, সরকারের বিচার বিভাগ ঢেলে সাজানোর পরিকল্পনার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের কারণে দেশটি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। তিনি বলেন, আমি ভয় পাচ্ছি যে আমরা গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে আছি। আর এই সত্য আমাকে বলতে হবে। 

শিনবেত হলো ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা যারা ফিলিস্তিনিদের গ্রেফতার ও হয়রানির জন্য দায়ী।

তিনি ইসরায়েলের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদেরকে আহ্বান জানান, নেতানিয়াহুকে এই আইনগুলো প্রত্যাহার করতে বলার জন্য।

৮০০ প্রাক্তন শিনবেত এজেন্টদের একটি দল নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের কাছে একটি চিঠি পাঠানোর কয়েকদিন পর আরগামানের মন্তব্য আসলো। ওই চিঠিতে তাদের বিচারিক পরিকল্পনা বাতিল করার দাবি জানানো হয়। নেতানিয়াহু ২০১৬ সালে শিনবেতের প্রধান হিসেবে নিযুক্ত করেন আরগামানকে। তিনি পাঁচ বছরের জন্য সংস্থাটির নেতৃত্ব দেন।

পরিকল্পিত বিচারিক সংস্কার নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। বিরোধীরা এটাকে নির্বাহী কর্তৃপক্ষের পক্ষে ক্ষমতা দখল বলে অভিহিত করেছেন।

ইসরায়েলের বিরোধী দলগুলো নেতানিয়াহুকে অভিযুক্ত করেছে। নেতানিয়াহু দুর্নীতির অভিযোগে বিচারাধীন। আদালত থেকে নিজেকে রক্ষা করার জন্য বিচার বিভাগ নতুন করে ঢেলে সাজাচ্ছেন নেতানিয়াহু।

নেতানিয়াহু এই অভিযোগ অস্বীকার করেছেন। বিচার বিভাগীয় পরিবর্তন এবং তার নিজের মামলার মধ্যে কোনো যোগসূত্র নেই বলে দাবি করেছেন তিনি। সূত্র: আনাদোলু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here