ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৪

0

ঝিনাইদহের মহেশপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৪ জন। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার আলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে আলামপুর গ্রামে কৃষক বনাম ব্যবসায়ীদের প্রীতি ফুটবল খেলা চলছিল। খেলার শেষ পর্যায়ে তুচ্ছ ঘটনা নিয়ে খেলোয়াড়দের মাঝে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে দর্শক সারিতে বসে থাকা ব্যক্তিরাও বাদানুবাদে জড়িয়ে পড়ে। 

বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। তবে পুলিশ খোঁজখবর নিচ্ছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here