সুইডেনে কোরান পোড়ানোর প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে বিশ্বের অনেক দেশ। ইরাকে সুইডিশ দূতাবাসে হামলা করেছে বিক্ষুব্ধ জনতা। বিভিন্ন দেশ নানা মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করছে।
এই ঘটনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানিয়েছে ইরাক। তারা সুইডেনের রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করেছে। এছাড়াও সুইডেনের টেলিকম কোম্পানি এরিকসনের কাজ করার অনুমতিও বাতিল করেছে ইরাক প্রশাসন।
সৌদি আরবও সুইডেনের প্রতিনিধিকে তলব করে প্রতিবাদলিপি দিয়েছে। তুরস্ক এই ঘটনার নিন্দা জানিয়ে এমন জঘন্য কাজের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনতে বলেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। এ বিষয়ে একটি প্রতিবাদলিপি জাতিসংঘ মহাসচিবের কাছেও পাঠিয়েছে তেহরান।
সূত্র: আল জাজিরা