আটপাড়ায় অটোরিকশা ছিনতাই করতেই হত্যা করা হয় চালককে

0

নেত্রকোনার আটপাড়ায় ক্লুলেস অটোরিকশা চালক হত্যা মামলার রহস্য উদঘাটন হয়েছে। ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করে হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট ৩ ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব ১৪। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত অভিযান চালিয়ে সুনামগঞ্জ ও নেত্রকোনা থেকে তাদেরকে আটক করা হয়। 

শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক ও অপারেশন এবং মিডিয়া অফিসার মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত মো. বাবুল মিয়া এবং ইয়াছিনের নামে আরো অটোরিকশা চুরিসহ অন্যান্য মামলা রয়েছে। তারা মূলত অটোরিকশাটি ছিনতাই করতেই এই হত্যাকাণ্ড ঘটায়। তাদেরকে নেত্রকোনা জেলার আটপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here