অনুপ্রবেশকারী সেনার মুক্তিতে সাড়া দিচ্ছে না উত্তর কোরিয়া

0

উত্তর কোরিয়ায় অনুপ্রবেশ করে আটক মার্কিন সেনার মুক্তির জন্য আলোচনা প্রচেষ্টায় পিয়ংইয়ং কোনো সাড়া দিচ্ছে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

গত মঙ্গলবার স ট্রাভিস কিং নামে একজন মার্কিন সেনা উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী বেসামরিক এলাকা (ডিএমজেড) অতিক্রম করে উত্তর কোরিয়ায় অনুপ্রবেশ করেন।

উত্তর কোরিয়ায় অনুপ্রবেশের আগে মার্কিন ওই সেনা দক্ষিণ কোরিয়ার কারাগারে প্রায় ২ মাস আটক ছিলেন। মারামারির অভিযোগে তখন তাকে গ্রেফতার করা হয়েছিল।

দক্ষিণ কোরিয়ায় মোতায়েন মার্কিন বাহিনীর মুখপাত্র আইজ্যাক টেইলর বলেন, ট্রাভিস কিং ২০২১ সাল থেকে মার্কিন বাহিনীতে কাজ করছেন। তিনি স্বেচ্ছায় এবং কোনো ধরনের অনুমতি ছাড়াই উত্তর কোরিয়ার সীমান্ত অতিক্রম করেছেন।

জাতিসংঘ কমান্ড বলেছে, ওই সেনা যৌথ নিরাপত্তা এলাকায় (জেএসএ) ওরিয়েন্টেশন ট্যুরে (পরিচিতিমূলক সফর) ছিলেন। সিউলের এক কর্মকর্তা বলেন, কিং দুই মাস পর ১০ জুলাই দক্ষিণ কোরিয়ার কারাগার থেকে মুক্তি পান।

পুলিশ জানায়, ২০২২ সালের সেপ্টেম্বরে একটি মারামারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে কিংয়ের বিরুদ্ধে তদন্ত চলছিল। তবে তখন তাকে আটক করা হয়নি।

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সিবিএস নিউজ জানায়, শৃঙ্খলাজনিত কারণে নিম্ন পদের এই সেনাসদস্যকে যুক্তরাষ্ট্রে নেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু ওই সময় তিনি বিমানবন্দর থেকে পালিয়ে যান এবং ওই ট্যুর দলে যোগ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here