ময়মনসিংহের ফুলপুরে রহিমগঞ্জ জিসি হতে বেগুনবাড়ি পরাণগঞ্জ রাস্তায় দেড় কিলোমিটার কাঁচা সড়ক পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নে প্রধান অতিথি গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি ওই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন। এর আগে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান প্রমুখ। এসময় সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, মেয়র শশধর সেন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান-২ আব্দুল খালেক, ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী রাকিব উল হাফিজ, রহিমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফুলপুর শাখার সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ তারাকী বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।