সোহরাওয়ার্দীতে তারুণ্যের সমাবেশ করার মৌখিক অনুমতি পেল বিএনপি

0

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২২ জুলাই তারুণ্যের সমাবেশ করতে বিএনপিকে মৌখিক অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার রাতে সমাবেশের বিষয়ে ডিএমপি কমিশনারের কার্যালয়ে যান বিএনপির একটি প্রতিনিধি দল।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

তিনি বলেন, দেশ বাঁচাতে বিএনপির অঙ্গ-সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মসূচি ‘তারুণ্যের সমাবেশ’ সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত হবে। বিভাগীয় শহরগুলোর মতো রাজধানীতেও প্রশাসন সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here