ইউক্রেনকে ন্যাটো জোট ও যুক্তরাষ্ট্রের দেওয়া কিছু অস্ত্র জব্দ করেছে রাশিয়া। আর জব্দ করা সেইসব অস্ত্র পাঠানো হচ্ছে ইরানে। এমন দাবিই করা হয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
চারটি বিশেষ সূত্রের বরাতে এই প্রতিবেদন করেছে সিএনএন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এগুলো বিশ্লেষণের জন্য ইরানে পাঠানো হয়েছে। ইরানের বাহিনী যাতে এই অস্ত্র পর্যবেক্ষণ করে সেই অনুযায়ী নিজেরা সমরাস্ত্র বানাতে পারে। রাশিয়া জব্দ করা অস্ত্র ইরানে সরবরাহ করার কাজ অব্যাহত রেখেছে বলে দাবি করা হয়েছে সিএনএনের প্রতিবেদনে।
তবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। আর রাশিয়া কিংবা ইরানও এ নিয়ে কোনো মন্তব্য করেনি। ইউক্রেনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি।
সূত্র: সিএনএন