পঞ্চগড় আদালতে পুনর্গণনায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী বেশী ভোট পেয়েছেন। বৃহস্পতিবার সিনিয়র সহকারী জজ ইসমাইল হোসেনের উপস্থিতিতে পঞ্চগড় সদর আদালতে এই গণনা অনুষ্ঠিত হয়।
পুনর্গণনায় বেশি ভোট পাওয়া চেয়ারম্যান প্রার্থী জামেদুল ইসলাম ২০২২ সালের ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কা নিয়ে দেবীগঞ্জ উপজেলার দণ্ড পাল ইউনিয়নে নির্বাচন করেন। নির্বাচনে তিনি নৌকা মার্কার প্রার্থী আজগর আলীর কাছে ৭১ ভোটে হেরে যান। পরে তিনি এই ফলাফলের বিরুদ্ধে নির্বাচন ট্রাইবুনালে ভোট পুনর্গণনার মামলা করেন।
বাদী পক্ষের আইনজীবী আনোয়রুল ইসলাম খায়ের জানান, পরাজিত প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে ওই ইউনিয়নের দুটি কেন্দ্রের ভোট পুনর্গণনা করা হয়। শান্তিনগর সরকারি প্রার্থমিক বিদ্যালয়ে জামেদুল ইসলাম ভোট পান ৫৩৮টি । পুনর্গণনায় এই কেন্দ্রে তিনি ভোট পেয়েছেন ৫৪৩ টি। নৌকা মার্কার প্রার্থী আজগর আলী এই কেন্দ্রে ভোট পান ৭৮৫টি। পুনর্গণনায় তিনি ভোট পেয়েছেন ৭১১ টি।
অপর কেন্দ্র বিনয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা মার্কার আজগর আলী ভোট পান ৬৯১টি। আদালতের পুনর্গণনা এই কেন্দ্রে তিনি ভোট পেয়েছেন ৬৫১টি। এই কেন্দ্রে মাজেদুল ইসলাম ঘোড়া মার্কা নিয়ে ভোট পেয়েছিলেন ৮৩২টি। পুনর্গণনায় তিনি ৮৩০ ভোট পেয়েছেন।
ভোট পুনর্গণনার সময় দুই কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররাও উপস্থিত ছিলেন। আগামী তারিখে এই মামলার পূর্ণাঙ্গ রায় প্রদান করবে আদালত।
পুনর্গণনা শেষে সিনিয়র সহকারী জজ ইসমাইল হোসাইন প্রিজাইর্ডিং অফিসারদের উদ্দেশ্যে বলেন, আপনাদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়া উচিত। পুনর্গণনা শেষে জামেদুল ইসলামের ভোটাররা তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন।