নেত্রকোনার আটপাড়া থেকে গত মঙ্গলবার (৭ মার্চ) অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারের রহস্য উন্মোচন করেছে ময়মনসিংহ র্যাব ১৪ এর একটি দল। এ ঘটনায় তিনজনকে আটক করে ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতি ও শুক্রবার নেত্রকোনার কেন্দুয়া ও সুনামগঞ্জের ধর্মপাশার জামালগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করে র্যাব।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, নিহত যুবক নান্দাইল উপজেলার আব্দুল কাইয়ুম (২৯) অটোরিকশা চালক। অটোরিকশাটি ছিনতাই করতেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তাদের তিনজনের সাথে আরও দুজন রয়েছে। আটকরা হলেন, বাবুল হোসেন, ইয়াছিন মিয়া ও আমির হোসেন।
র্যাব জানায়, ঈশ্বরগঞ্জের নান্দাইল থেকে ভাড়ায় অটোরিকশা নিয়ে চালক মো. কাইয়ুমকে (২৯) শ্বাসরোধ করে হত্যা করে। পরে নেত্রকোনার আটপাড়া উপজেলার সুনই ইউনিয়নের বুড়বুরিয়া নামক স্থানে সড়ক এবং ডোবার পাশে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
এদিকে গত ৭ মার্চ আটপাড়া থানার পুলিশ অজ্ঞাত হিসেবে কাইয়ুমের লাশ উদ্ধার করে। পরদিন নিহতের বড় ভাই মো. শাহজাহান (৩৬) বাদী হয়ে আটপাড়া থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করলে পুলিশের পাশাপাশি র্যাবের সদস্যরা ছায়া তদন্ত শুরু করে। তদন্ত করে প্রথমে ঘটনাস্থলের পার্শ্ববর্তী উপজেলা কেন্দুয়া থেকে ৯ তারিখ ঘটনার মূল হোতা বাবুল হোসেনকে আটক করলে তার দেয়া তথ্য অনুযায়ী অটোরিকশাটি উদ্ধার করে। সেইসাথে বাকি আরও দুজনকে আটক করে।
আটকদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, অটোরিকশা ছিনতাই করতেই চালককে শ্বাসরোধ করে হত্যার করা হয়। তারা আরও জানায়, অটোরিকশাটি চার ধাপে ৪০, ৫৫, ৭০ ও ৭২ হাজার টাকায় সর্বশেষ সুনামগঞ্জের জামালগঞ্জে বিক্রি করে। গ্রেফতারকৃত আসামিদের নেত্রকোনা জেলার আটপাড়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব। র্যাব জানায়, বাবুল এবং ইয়াছিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্যান্য মামলা রয়েছে।