বিএনপির এক দফা দাবিতে পদযাত্রায় লক্ষ্মীপুরে কৃষক দলের নেতা সজীব বাদল নিহতের ঘটনার প্রতিবাদে শোক র্যালি করেছে ভোলা জেলা বিএনপি। আজ বৃহস্পতিবার দুপুরে কালিনাথ রায়ের বাজার এলাকায় ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শোক র্যালিটি বের হয়ে শহরের বরিশাল দালানের কাছে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসূল আলম।
এ সময় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শফিউর রহমান কিরণসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে র্যালিটি শেষ হয়।