নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের নিধিখোলা গ্রাম থেকে শয়ন শেখ (১৩) নামে কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নিধিখোলার বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। শয়ন ওই গ্রামের নাজমুল শেখের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে যায় শয়ন। বাজার শেষে বাড়ি এসে আবার বের হয়ে রাতে বাড়িতে না ফেরায় তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। এরপর বৃহস্পতিবার সকালে স্থানীয় এক ব্যক্তি তার লাশ দেখতে পান।নিহত শয়নের বাবা নাজমুল শেখ বলেন, আমার ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচার চাই।