ভালোবাসার মানুষকে নিয়ে গান লিখেন বেশিরভাগ লেখক। হোক সেটা প্রেম বা বিরহের গান। এবার প্রিয়তমা স্ত্রীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গান প্রকাশ করেছেন জনপ্রিয় গীতিকার ও লেখক অনুরূপ আইচ।
আগামী ২৮ জুলাই এই লেখকের স্ত্রী মরহুমা শাহিদা আইচ নূশা’র তৃতীয় মৃত্যুবার্ষিকী। সেদিনকে ঘিরেই ফোক ঘরানার এই বিরহী গান শুনলে যেকারো হৃদয় স্পর্শ করবে। গানটি প্রকাশিত হয়েছে ইউটিউব চ্যানেল আশিক গ্যালারি থেকে।
গানের শিরোনাম ‘জোনাকি যারে উড়িয়া’। গেয়েছেন ক্লোজআপ তারকা খ্যাত গায়ক সৈয়দ আশিক। এ গানের সুর করেছেন টোটন। সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই।
অন্যদিকে সৈয়দ আশিক জানান, ‘জনপ্রিয় গীতিকার ও লেখক অনুরূপ আইচের গান গাইবার ইচ্ছা বা স্বপ্নতো আমাদের জেনারেশনের সব শিল্পীরই থাকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমি জানতাম না, অনুরূপ আইচ আমার গায়কী খুব পছন্দ করেন। আশাকরি, গানটি সবার ভালো লাগবে।’