বৃষ্টিহীন বর্ষায় রোপা আমন ধান লাগানো নিয়ে বিপাকে কৃষক

0

বৃষ্টিহীন আষাঢ় পেরিয়ে শ্রাবণ এলেও ভারী বৃষ্টিপাতের দেখা নেই শেরপুরের নালিতাবাড়ীতে ফলে বর্ষা মৌসুমে পুড়ছে এ অঞ্চলের কৃষকের স্বপ্ন। বর্ষা মৌসুমে আমন আবাদের প্রয়োজনীয় কাঙ্খিত বৃষ্টি না থাকায় চরম হতাশায় রয়েছেন কৃষকেরা। বৃষ্টি না হওয়ায় চরম বিপাকে পড়েছেন আমন চাষিরা। পানির অভাবে বিস্তীর্ণ মাঠ এখন আষাঢ় মাস জুড়েই মানুষ বৃষ্টির অপেক্ষায় প্রহর গুণেছে। কিন্তু প্রত্যাশার সেই বৃষ্টি দেখা মেলেনি শ্রাবণেও।
সাধারণত মধ্য আষাঢ় থেকে শুরু করে শ্রাবণ মাস পর্যন্ত আমন ধানের চারা জমিতে রোপণ করা হয়। কিন্তু এবার তেমন বৃষ্টি না হওয়ায় তারা আমন চাষাবাদ নিয়ে দুর্ভোগে পড়েছেন। মূলত বর্ষাকালে বৃষ্টিতে জমে থাকা পানিতে কৃষকেরা রোপা আমনের চারা লাগিয়ে থাকেন। সাধারণত বীজতলায় তৈরি হওয়া চারা ২৫ থেকে ৩০ দিনের মধ্যে জমিতে লাগানো হয়। 

শ্যালোমেশিন চালিত ও বিদ্যুৎচালিত সেচ পাম্পের মাধ্যমে পানি দিয়ে বীজতলা তৈরি করে ধানের চারা তৈরি করলেও অনেক কৃষকের চারার বয়স দেড় মাস পেরিয়ে গেছে, কিন্তু বৃষ্টি পাতের অভাবে ধানের চারা রোপণ করতে পারছে না । ফলে কৃষকের মাঝে বিরাজ করছে চরম অস্থিরতা ও হতাশা।

রামচন্দ্রকুড়া ইউনিয়নের ইলিয়াছ আহামেদ বলেন,আমগর এই পাহাড়ী এলাকা এমনিতে উঁচু জমি। এর মধ্যে বৃষ্টির দেখা নাই ঈদের পর থেকে। তাই মেশিন দিয়ে খেত তৈরি করে ধান লাগাইতাছি।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ভরা বর্ষা মৌসুমে বৃষ্টিপাত কম হওয়ায় আমরা মেশিনের মাধ্যমে ধান লাগানোর কথা কৃষকদের জানিয়েছি। এ বছর জেলা থেকে নালিতাবাড়ী উপজেলায় ২২ হাজার ৬৪৫ হেক্টর জমিতে রোপা আমনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে আশা করছি আরো বেশি আবাদ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here