বর্তমানে যুক্তরাষ্ট্রে ছেলে জয়কে নিয়ে দারুণ সময় কাটছে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান ও অপু বিশ্বাসের। এখন তাদের ফের মিলে যাওয়ার গুঞ্জন সামাজিক পাতায় আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। শাকিব ও অপুর বিষয়ে সামাজিক মাধ্যমে কথা বললেন ঢাকাই সিনেমার একসময়ের চিত্রনায়িকা রত্না কবির।
ফেসবুক হ্যান্ডেলে রত্না লিখেছেন, ‘শাকিব খান নাম নিলেই ভাইরাল হয়ে যায় যেকোনো শিল্পী। আর ভাইরাল হতে প্রতিটি শিল্পী এই নাম কোনো না কোনোভাবে নিয়ে আসে। এ ধরনের মন্তব্য করার আগে ভাবা উচিত ছিল, আপনাদের আগেও অনেক সুন্দরী নায়িকারা শাকিবের সঙ্গে অভিনয় করেছেন। তারা কেউ কিন্তু শাকিবের সন্তানের মা হয়নি।’
কেন ভালোবাসলাম খ্যাত অভিনেত্রী বলেন, ‘হয়তো ভাইরালের জোয়ারে অনেক শিল্পী হারিয়ে যাচ্ছে ভাবছেন। কিন্তু না, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। সবাই নিজ পায়ে দাঁড়িয়ে নিজ স্থানে আপনার চেয়ে হয়তো আরো ভালো আছেন। প্রতিটি শিল্পীর নিজস্ব পরিচিতি আছে। কারো তোষামোদ করতে গিয়ে অন্যদের অপমান করে কথা বলা অন্যায়। শিল্পী হয়ে শিল্পীদের সম্মানিত করে তুলুন পৃথিবীর কাছে, এটিই কাম্য।’