এবার ভারতেও পাসওয়ার্ড শেয়ারিং কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে অনলাইন সম্প্রচার জায়ান্ট নেটফ্লিক্স। বৃহস্পতিবার প্রযুক্তি কোম্পানিটির পক্ষ থেকে এই ঘোষণা আসে।
নেটফ্লিক্স মে মাসেই জানিয়েছিল, তাদের গ্রাহকরা পরিবারের সদস্য ছাড়া আর কারো সাথে পাসওয়ার্ড শেয়ার করতে পারবে না।
বিবৃতিতে নেটফ্লিক্স বলেছে, ভারতে যে গ্রাহকরা বাড়ির বাইরে পাসওয়ার্ড শেয়ার করছে তাদের সবাইকে ইমেল পাঠানো হবে।
বিশ্বের শতাধিক দেশে এই পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করার ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। এর ফলে বিশ্বজুড়ে কোম্পানিটির ৬০ লাখ গ্রাহক বেড়েছে বলে জানা গেছে।
সূত্র: এনডিটিভি