সিনেমার প্রচারের বেরিয়ে সংসার জীবন নিয়েও রণবীর কাপুরকে বেশ কথাবার্তা বলতে হচ্ছে। এই বলিউড অভিনেতাও আগ্রহভরে তার আর আলিয়া ভাটের গল্প শোনাচ্ছেন দর্শকদের।
আর সেই কথার একপর্যায়ে রণবীর বলেছেন, আলিয়া মা হিসেবে যতোটা ভালো স্ত্রী হিসেবে ততোটা নয়।
কেন এমনটা চাইছেন রণবীর। তার ব্যাখায় তিনি বলেছেন, ‘আলিয়া যেমন তীব্র ব্যক্তিত্বের অধিকারী, আবার তেমনই প্রাণবন্ত, বাড়িতে আরও একটি মেয়ে তেমন হলে আমার পক্ষে সামলানো কঠিন হবে। তার চেয়ে আমার মতো হোক, শান্তশিষ্ট।’
২০২২ সালের এপ্রিল মাসে আলিয়া ভাটের সাথে সংসার পাতেন রণবীর। এরইমধ্যে তাদের সংসারে এসেছে এক কন্যা।
সন্তান জন্মের পর কিছু সময়ের বিরতি নিয়েছেন রণবীর-ঘরনি। তবে তাড়াতাড়ি যাতে কাজে ফিরতে পারেন তা নিয়ে সব রকম ভাবে পাশে রয়েছেন রণবীর। তিনি বলেছেন ‘রাহাকে কখনও আমি দেখব, কখনও আলিয়া। যার যখন কাজ থাকবে অন্য জন ছুটি নিয়ে আমরা সন্তানের কাছে থাকব। এ ভাবেই পরিকল্পনা করে রেখেছি। আমিও তো ভাল বাবা হতে চাই!’