শিবচরের এক্সপ্রেসওয়েতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে আহত ১০

0

মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে মাইনুদ্দিন (৪৫) নামের এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৯ জুলাই) দিবাগত ভোররাত সাড়ে চারটার দিকে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

জানা গেছে, ঢাকা থেকে ভাঙ্গামুখী একটি যাত্রীবাহী এক্সপ্রেসওয়ের পাঁচ্চর ব্রিজের উপর এলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এসময় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিবচর ফায়ার সার্ভিসের টিম। টিম লিডার তরুন অর রশিদ খানের নেতৃত্বে আহত যাত্রীদের উদ্ধার করা হয়। আহতদের মধ্যে বাসের দুমড়ে-মুচড়ে যাওয়া অংশে আটকে পড়া যাত্রীদের কৌশলে বের করে আনে হয়। রাতেই তাদের মধ্যে গুরুতর একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here