এবার লিটন দাসের কাছে পাত্তা পেলেন না ভারতের বিরাট কোহলি আর ইংল্যান্ডের বাঘা ব্যাটার জো রুট। ২০২০ সাল থেকে বর্তমান, এই সময়ে শীর্ষ রান সংগ্রহ করা ব্যাটারদের তালিকায় তিনে আছেন লিটন।
তিনে থাকা বাংলাদেশি এই উইকেটকিপার-ব্যাটার এই সময়ে ৩৬ দশমিক ৫৬ গড়ে ৭ সেঞ্চুরি ও ২৭ ফিফটিতে করেছেন ৪ হাজার ২৬৮ রান।
চারে থাকা রুটের রান চার হাজার ২২৮ ব্যাটিং গড় ৫১ দশমিক ৫৬ রান ১৩ সেঞ্চুরি ও ১৬ ফিফটিতে এই রান করেছেন তিনি। ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি ৩৯ দশমিক ৭৭ গড়ে ৫ সেঞ্চুরি ও ৩০ ফিফটিতে করেছেন চার হাজার ১৭ রান।