ক্রিস্টোফার নোলান, হলিউডের অন্যতম প্রখ্যাত পরিচালক। আগামীকাল ২১ জুলাই মুক্তি পাওয়ার কথা তার পরিচালিত ছবি ‘ওপেনহাইমার’। মুক্তির অনেক আগে থেকেই এই ছবি নিয়ে অনেক আলোচনা চলছে। পাশাপাশি, আলোচনায় আছেন নোলান নিজেও।
‘প্রেসটিজ’, ‘ইন্টারস্টেলার’, ‘ইনসেপশন’, ‘টেনেট’-এর মতো ছবির স্রষ্টা তিনি। বর্তমান সময়ের থেকে কয়েক যোজন এগিয়ে থাকে তার ছবির ভাবনা। তবে আধুনিক সময়ে দাঁড়িয়ে এখনও স্মার্টফোন ব্যবহার করেন না নোলান!
তা হলে কেমন ফোন ব্যবহার করেন নোলান? সাধারণ ফোন, যার মাধ্যমে শুধুই অন্যদের সঙ্গে যোগাযোগটুকু করা যায়। যে ফোনে ইন্টারনেট সহজলভ্য নয়, তেমন ফোনই ব্যবহার করতে ভালবাসেন তিনি।
নোলান জানান, তিনি ছবির চিত্রনাট্য লেখার সময়েও ইন্টারনেট থেকে দূরে থাকেন। যে কম্পিউটারে ছবির চিত্রনাট্য লেখেন, তাতে ইন্টারনেট ব্যবহার করার ব্যবস্থা রাখেন না নোলান। নিজের এই ইন্টারনেট বিমুখতা নিয়ে মশকরা করতেও ছাড়েননি হলিউডের এই তারকা পরিচালক। তার দাবি, তার নিজের সন্তানেরাই তাকে মাঝে মধ্যে বোকা ভেবে বসে। সূত্র: সিএনবিসি