টিম ইন্ডিয়ার জন্য দুঃসংবাদ। এশিয়া কাপেও খেলতে পারবেন না লোকেশ রাহুল। এমনকি, আয়ারল্যান্ড সিরিজেও নেই তিনি। বিশ্বকাপে তাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে এবার সন্দেহ দেখা দিয়েছে। কারণ এশিয়া কাপের পরেই ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু হয়ে যাবে।
আইপিএল চলাকালীন উরুতে চোট পেয়েছিলেন রাহুল। মে মাসে লন্ডনে হয়েছিল অস্ত্রোপচার। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। একটি ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইট এই খবর দিয়েছে। ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন তিনি।