কৃষ্ণসাগরে জাহাজ ঢুকলেই হামলার হুঁশিয়ারি রাশিয়ার

0

গত বছরের জুলাইয়ে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে কৃষ্ণসাগর শস্যচুক্তি চুক্তি সম্পাদিত হয়। কিন্তু এক বছরও ইউক্রেন শর্ত পূরণ না করায় ওই চুক্তি থেকে সরে এসেছে রাশিয়া।

চুক্তির মাধ্যমে কৃষ্ণসাগর দিয়ে নির্বিঘ্নে আন্তর্জাতিক বাজারে যেতে পারত ইউক্রেনের খাদ্যশস্য। তবে গত ১৭ জুলাই চুক্তিটির মেয়াদ শেষ হয়ে যায়। এরপর রাশিয়া জানায় তারা আর এই চুক্তি নবায়ন করবে না।

এ ব্যাপারে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “কৃষ্ণসাগর চুক্তি ছিন্ন এবং সামুদ্রিক মানবিক করিডোর বন্ধ হওয়ায়— ২০ জুলাই ২০২৩ রাত ১২টা থেকে, কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের বন্দরের দিকে যাওয়া সব জাহাজকে অস্ত্রভর্তি কার্গোবাহী হিসেবে ধরা হবে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “জাহাজে যেসব দেশের পতাকা পাওয়া যাবে; সেসব দেশকে ইউক্রেনের পক্ষে ও যুদ্ধে জড়িত হিসেবে ধরা হবে।”

এতে আরও বলা হয়েছে, “কৃষ্ণসাগরের আন্তর্জাতিক জলসীমার উত্তরপূর্ব এবং দক্ষিণপূর্বের কয়েকটি এলাকাকে জাহাজ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে।”

এদিকে শস্যচুক্তি থেকে বের হয়ে যাওয়ার পর থেকেই ইউক্রেনের ওডেসা বন্দরে সর্বশক্তি প্রয়োগ করে হামলা চালানো শুরু করেছে রাশিয়া। বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো সেখানে আকাশ শক্তি ব্যবহার করে হামলা করেছে রুশ বাহিনী। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান, আল জাজিরা, সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here