সারাদেশের ১৯টি কেন্দ্রের অধীনে ৫৭টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষা। অংশ নিয়েছেন এক লাখ ৩৯ হাজারের বেশি শিক্ষার্থী।
শুক্রবার সকাল ১০টা থেকে এক ঘণ্টার এই পরীক্ষা শুরু হয়। পরীক্ষার্থীদের এই সময়ের মধ্যে ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হয়েছে।