সাকিবের যে মন্ত্রে সফল রনি

0

প্রায় আট বছর পর দলে ফিরে ১৪ বলে ২১ রান করেছেন রনি তালুকদার। টি-টোয়েন্টিতে এটা বড় রকমের কিছু না হলেও ইংল্যান্ডকে হারানোর সুতোর প্রথম বাঁধনটা রনিই দিয়েছিলেন।

আর অনেকদিন পর দলে ফিরে এমন নির্ভার খেলতে পারার রহস্যটাও জানিয়েছেন রনি।

ফের জাতীয় দলে ফেরা নিয়ে রনি বলছেন, ‘এটা তো একটা স্বপ্ন। প্রতিটা খেলোয়াড়েরই স্বপ্ন। ২০১৫ সালে অভিষেকের পর ক্যারি করতে পারিনি। এরপর ফর্মটা ভালো ছিল না। শেষ বিপিএলটা ভালো হওয়ার পর দল আমাকে সুযোগ দিল। সবাই আমাকে সমর্থন দিচ্ছে। সাকিব ভাই, কোচিং স্টাফ সবাই। এর প্রতিদান দেওয়ার চেষ্টা করছি।’

চলতি বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে টপ অর্ডারে বেশ ভালো করেছিলেন রনি। হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ ৪২৫ রান।

২০১৫ সালের পর আবার আরেকটি আন্তর্জাতিক ম্যাচে খেলা রনি আরও জানিয়েছেন ‘এ দল আমাকে অনেক সমর্থন করছে। অনুশীলনেই সমর্থন করেছে। এটা সহায়তা করেছে আমাকে। নির্ভার থাকার চেষ্টা করেছি। সাকিব ভাই সেটিই বলেছেন, “নির্ভার থাকলে ভালো কিছুই হবে”।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here