অ্যাশেজ সিরিজে তিন টেস্টের পর ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। ২০০১ সালের পর ইংল্যান্ডের মাটিতে আর অ্যাশেজ জয় করতে পারেনি অসিরা। দীর্ঘদিন পর ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজ জয় করার সুযোগ অপেক্ষা করছে প্যাট কামিন্সদের সামনে। তবে মান রাখার লড়াইয়ে কোনোভাবেই হার স্বীকার করতে রাজি নয় ইংলিশরা। আজ অ্যাশেজে সমতায় ফেরার লক্ষ্য নিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। সিরিজের চতুর্থ টেস্টটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
বার্মিংহামের এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে ২ উইকেটের রোমঞ্চকর জয় পায় অস্ট্রেলিয়া। ২৮১ রানের টার্গেটে নবম উইকেটে দুই টেল-এন্ডার অধিনায়ক প্যাট কামিন্স ও নাথান লায়নের অবিচ্ছিন্ন ৫৫ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে অজিরা। কামিন্স ৪৪ ও লায়ন ১৬ রানে অপরাজিত থাকেন।
এসবের মাঝে লর্ডসের গরম আবহকে সঙ্গে নিয়ে লিডসে সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি হয় দুই দল। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে জয় ছাড়া অন্য কোন পথ খোলা ছিলো না ইংলিশদের। মার্ক উডের বোলিং নৈপুণ্যের সঙ্গে হ্যারি ব্রুকের ৭৫ রানে ৩ উইকেটে দারুণ জয়ে সিরিজে ব্যবধান কমায় ইংল্যান্ড। ম্যাচে ৭ উইকেট ও ৪০ রান করে ম্যাচ সেরা হন উড।