তৃতীয় সপ্তাহে এসেও ঈদের সিনেমা ‘প্রহেলিকা’ দর্শক টানছে প্রেক্ষাগৃহে। ছবিটি দেখে দর্শকরা মুগ্ধতার কথা জানাচ্ছেন। দেশের দর্শকের মন জয় করে ‘প্রহেলিকা’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়াতে। আগামী ৫ আগস্ট দেশটির বড় ৬টি শহরে মুক্তি পাচ্ছে চয়নিকা চৌধুরী পরিচালিত এই ছবিটি।
সেখানে সিনেমাটি ডিস্টিবিউশন করছে যথাক্রমে দেশি ইভেন্টস ও পথ প্রোডাকশন। প্রতিষ্ঠান দু’টির পক্ষ দেশি ইভেন্টস এর কর্ণধার সাঈদ ফয়েজ বলেন, আগামী ৫ তারিখে অস্ট্রেলিয়ার ছয়টি শহরে প্রহেলিকা মুক্তি দিচ্ছি। ইতোমেধ্য সিডনি ও মেলবোর্ন শহরের হলগুলোর অগ্রিম টিকে ছাড়া হয়েছে। সেখানে প্রথম সপ্তাহের টিকেট ইতোমধ্যে বিক্রি শেষ। আমরা আশা করছি সিনেমাটি এখানে বাংলাদেশের মতই সাড়া ফেলবে। এমনটি হলে আমরা হল ও শোয়ের সংখ্যা আরও বাড়াবো। ’