অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যানচেস্টারে আজ বুধবার অ্যাশেজের চতুর্থ টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড। তার আগেই চলতি সিরিজ নিয়ে ভবিষ্যদ্বাণী করে দিলেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। তার মতে, ইংল্যান্ড যদি চতুর্থ টেস্ট জিততে পারে তাহলে এই সিরিজ অ্যাশেজের সেরা সিরিজ হতে চলেছে।
এখন সিরিজে ২-১ এগিয়ে অস্ট্রেলিয়া। চতুর্থ টেস্টের আগে সংবাদমাধ্যমে স্টোকস বলেন, ‘‘যদি আমরা এই টেস্ট জিততে পারি তাহলে সিরিজ ২-২ হবে। শেষ ম্যাচে ফলাফল নির্ধারণ হবে। সেটা হলে এই সিরিজকে অ্যাশেজের সেরা সিরিজ বলা যেতেই পারে। দু’দল যেভাবে খেলেছে, যেভাবে লড়াই করেছে, তা এক কথায় অসাধারণ। দুর্দান্ত সিরিজ হচ্ছে।’’
চতুর্থ টেস্টের দু’দিন আগে নিজেদের প্রথম একাদশ জানিয়ে দিয়েছে ইংল্যান্ড। দলে মাত্র একটি বদল করা হয়েছে। চোট পাওয়া ওলি রবিনসনের বদলে জেমস অ্যান্ডারসন দলে এসেছেন। টেস্টের আগের দিন প্রথন একাদশ জানিয়েছে অস্ট্রেলিয়াও। দলে ফিরেছেন ক্যামেরন গ্রিন ও জশ হ্যাজলউড। বাদ পড়েছেন টড মারফি ও স্কট বোল্যান্ড।