সৌদি প্রো লিগে হারের স্বাদ পেলো ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল-নাসের। বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে মুখোমুখি হয় আল-নাসের ও আল- ইত্তিহাদ। সেই ম্যাচে ১-০ গোলের জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে আল-ইত্তিহাদ।
ম্যাচ হেরে চমর হতাশা প্রকাশ করেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার সিআরসেভেন। মাঠ থেকে টানেলে ঢোকার আগে হতাশার চরমে পৌঁছান এই পর্তুগিজ মহাতারকা। দৌড়ে গিয়ে ডাগআউটের পাশে রাখা প্লাস্টিকের পানির বোতলে লাথি মারেন তিনি। এরপর কোনো দিকে না তাকিয়ে হাঁটতে হাঁটতে টানেলের ভেতরে চলে যান তিনি।
সবশেষ চার ম্যাচের সবকটিতেই জিতে উড়ছিলো রোনালদোর আল-নাসের। পর্তুগিজ সুপারস্টার ক্লাবের হয়ে শেষ চার ম্যাচে করেন ৭ গোল। একইসঙ্গে দুইটি অ্যাসিস্টও রয়েছে তার নামের পাশে।