ইডির জেরার মুখে প্রেমিক বনি, মুখ খুললেন কৌশানি

0

পশ্চিমবঙ্গে আলোচিত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় টালিউড অভিনেতা বনি সেনগুপ্তকে দু’দফায় জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার বনি সেনগুপ্তকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়। এ নিয়ে মুখ খুলেছেন বনির দীর্ঘদিনের প্রেমিকা কৌশানি মুখার্জি। কারণ এ ঘটনায় নাম জড়িয়য়েছে তারও। খবর হিন্দুস্তান টাইমস এর।

অভিনেত্রীর বিরুদ্ধেও কুন্তলের কাছ থেকে মোটা টাকা নেওয়ার প্রমাণ রয়েছে বলে ইডি সূত্রে খবর প্রকাশ করেছেন ওপারবাংলার কয়েকটি গণমাধ্যম। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে সমস্ত অভিযোগ অস্বীকার করেন কৌশানি। তিনি বলেন, কাজের সূত্রে যা প্রাপ্য সেটাই নিয়েছি। কুন্তলের সঙ্গে আমার কোনও ঘনিষ্ঠ সম্পর্ক নেই। কুন্তল একজন ইভেন্ট ম্যানেজার। ওর সৌজন্যে কয়েকটি জায়গায় হাজির হয়েছিলাম। তার যা প্রাপ্য সেটাই আমাকে ও পাঠিয়েছে। এরকম হাজারটা ইভেন্ট ম্যানেজারের সঙ্গে আমরা কাজ করি। কে কী ভাবে টাকা উপার্জন করছেন সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here