যুক্তরাষ্ট্রের তুলনায় সৌদি লিগই ভালো; দাবি রোনালদোর

0

ক্যারিয়ারের গোধূলি বেলাতেও মেসি-রোনালদো দ্বৈরথ থামছে না। এবার তুলনার বিষয় কে কত ভালো লিগে খেলেন। প্রশ্নটা করা হয়েছিলো ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে। নিজ ক্লাব আল-নাসরের হয়ে বর্তমানে প্রাক মৌসুমের প্রস্তুতির জন্য পর্তুগালেই আছেন রোনালদো। সেখানেই এক প্রীতি ম্যাচে জানতে চাওয়া হলো, এমএলএসে কি কখনো তাকে দেখা যাবে। 

জবাবে রোনালদোর সোজা উত্তর, ‘যুক্তরাষ্ট্রের লিগের চেয়ে সৌদি আরবের লিগ ভালো অবস্থানে আছে। তাই দল না পালটে আল-নাসরেই থাকতে চান তিনি।  

রোনালদোর প্রত্যাশা এক বছরের মধ্যেই সৌদি লিগ আরও বেশি উন্নত পর্যায়ে যাবে। তুরস্কের কিংবা নেদারল্যান্ডসের ঘরোয়া লিগকেও ছাড়িয়ে যাবে মধ্যপ্রাচ্যের এই ফুটবল লিগ, এমনটা বিশ্বাস করেন সময়ের অন্যতম সেরা এই তারকা।

নিজের এমন বিশ্বাসের পেছনেও যুক্তি দিয়েছেন সিআরসেভেন, ‘আমি জানি এমনটাই হবে। কারণ, আমি যখন ইতালিয়ান লিগে গিয়েছি, তখন সিরিআ ছিলো মৃত এক লিগ। আমিই তাকে পুনরায় জীবন দিয়েছি। যেখানেই ক্রিশ্চিয়ানো যায়, সেখানেই অনেক বেশি আগ্রহ তৈরি হয়। আমি জানতাম, সৌদি আরবেও এমনটাই হবে। আগামী এক বছরে আরও অনেক খেলোয়াড় এখানে (সৌদি লিগ) যোগ দিবে, আমি নিশ্চিত।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here