গাজীপুরের কালিয়াকৈরের বরাব এলাকায় অটোরিক্সা চালক সাদ্দাম হত্যার ঘটনায় জড়িত মহিবুল হক, সাগার বেপারী, কাঞ্চন মিয়া ও রনি হোসেন নামের ৪ জনকে গ্রেফতার করেছে মৌচাক ফাঁড়ির পুলিশ। সোমবার গ্রেফতারকৃতরা সাদ্দামকে হত্যার কথা স্বীকার করে গাজীপুর আদালতে জবানবন্দী দিয়েছে।
নিহত সাদ্দাম হোসেন (৩০)পাবনার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া এলাকার মৃত হাতেম মোল্লার ছেলে।
গ্রেফতারকৃত মহিবুল হক গাজীপুরের কালিয়াকৈরের পশ্চিম সাকাস্বর এলাকার কাজী লুৎফর রহমানের ছেলে, সাগর বেপারী শরিয়তপুরের সখিপুর থানার মরিচাকান্ধি এলাকার খান বাহাদুর বেপারীর ছেলে, কাঞ্চন মিয়া গাজীপুরের কোনাবাড়ী থানার হাতিমারা এলাকার নাছির উদ্দিনের ছেলে ও রনি হোসেন গাজীপুরের কালিয়াকৈরের বরাব এলাকার আওলাদ হোসেনের ছেলে।