তৃতীয় টেস্টে কেন বাদ দেওয়া হয়েছিল শামিকে?

0

তৃতীয় টেস্টের প্রথম একাদশ থেকে মোহাম্মদ শামিকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। ইন্দোরে স্টিভ স্মিথদের কাছে রোহিত শর্মারা হারার পর এই প্রশ্ন আরও বড় হয়ে উঠেছে। শামিকে বাদ দেওয়ার কারণ জানালেন ভারতীয় দলের বোলিং কোচ পরশ মামব্রে।

আমদাবাদ টেস্টের প্রথম দিনের খেলার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মামব্রে। এসময় তিনি বলেছেন, ‘‘কিছু সিদ্ধান্ত নিতেই হয়। একজন বোলারের উপর কতটা চাপ পড়ছে সেটা দেখে সিদ্ধান্ত নিতে হয়। দলের প্রত্যেক বোলারের দিকে নজর রাখতে হয়। সে রকম শামির উপর কতটা চাপ পড়ছে সেটা দেখেছি আমরা। ওকে বিশ্রাম দেওয়া জরুরি ছিল। আমাদের সামনে সুযোগ ছিল মোহাম্মদ সিরাজের সঙ্গে উমেশ যাদবকে দেখে নেওয়ার।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here