দুই শতক জমি নিয়ে বিরোধ, সালিশের মাঝেই ফুফাতো ভাইকে কুপিয়ে খুন

0

সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি সংক্রান্ত বিরোধে মামাতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই খুন হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর উস্তিংগেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল খালিক (৪০) ওই গ্রামের ময়না মিয়ার ছেলে। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার রাতে নিহত আব্দুল খালিকের বসতঘরে এ নিয়ে পারিবারিকভাবে শালিস বৈঠক বসে। এ সময় উভয়পক্ষের উত্তপ্ত বাক্য বিনিময় ও ঝগড়াঝাটি শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে আব্দুর নুরের ছেলে সুমন মিয়া ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ময়না মিয়ার ছেলে আব্দুল খালিককে কুপিয়ে জখম করেন। এ সময় জুয়েল আহমদ, লায়েক আহমদ, রানা আহমদ, আলী হোসেনসহ আরও ৫/৬ জন মিলে নিহত খালিকের ভাই আব্দুল হক এবং শ্বশুর আহমদ মিয়াকে মারপিট করে জখম করেন। গুরুতর আহত আব্দুল খালিককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে সেখানে তার মৃত্যু হয়।

স্বজনরা জানান, মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

এদিকে, এই ঘটনায় সুমন মিয়া, লায়েক আহমদ, রানা আহমদ, আলী হোসেনসহ মোট পাঁচজনকে আটক করেছে পুলিশ।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, দুই শতক জায়গা নিয়ে মামাতো ভাই ও ফুফাতো ভাইদের মধ্যে পারিবারিক সালিশ হয়। এসময় মামাতো ভাই সুমন মিয়া বটিদা দিয়ে কুপিয়ে ফুফাতো ভাই আব্দুল খালিককে আহত করেন। এছাড়া সুমন মিয়ার অন্যান্য ভাইয়েরা আব্দুল খালিকের ভাই ও শ্বশুরকে পিটিয়ে আহত করেন।

তিনি আরও জানান, আহত ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ পাঁচজনকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নিহতের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here