হোয়াটসঅ্যাপের গোপনীয় ৫ ফিচার

0

অনেক ফিচার চালু হয়েছিল আগেই, কিছু ফিচার চালু হয় সম্প্রতি। গোপনীয়তা রক্ষায় হোয়াটসঅ্যাপে এখন অনেক সুবিধা পেয়ে থাকেন ব্যবহারকারীরা। এক নজরে দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপের সেরা গোপনীয় ফিচারগুলো-

চ্যাট লক : সম্প্রতি চ্যাট লক ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। ফলে যে কোনো চ্যাট ‘তালাবদ্ধ’ রাখা যাবে। ফিঙ্গারপ্রিন্ট, পাসওয়ার্ড, প্যাটার্ন, পিন ইত্যাদি দিয়ে হোয়াটসঅ্যাপের চ্যাট লক করে রাখা যাবে। গ্রুপ চ্যাট এবং পার্সোনাল চ্যাট-দুই ক্ষেত্রেই এই ফিচার চালু হয়েছে।

অপরিচিত নম্বরের ফোন সাইলেন্ট রাখা : কোনো অজানা নম্বর থেকে ফোন এলে সাইলেন্ট থাকবে ডিভাইস। এই ফিচার সম্প্রতিই চালু করেছে হোয়াটসঅ্যাপ। ফলে কাজের মাঝে অচেনা নম্বরের ফোনকল এলে আর বিব্রত হতে হবে না।

অ্যাপ লক : মেসেজিং অ্যাপটি ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপের মাধ্যমেও লক রাখার সুবিধা দিয়েছে। এ জন্য যেতে হবে, সেটিংস>প্রাইভেসি>স্ক্রোর ডাউন অ্যান্ড টেপ অন ফিঙ্গারপ্রিন্ট লক। এতে পাওয়া যাবে এই ফিচারের সুবিধা।

প্রোফাইলের ছবি হাইড রাখা : প্রোফাইলের ছবিও হাইড করার সুযোগ রয়েছে হোয়াটসঅ্যাপে। যোগাযোগের তালিকায় না থাকা ব্যক্তিদের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের প্রোফাইলের ছবি হাইড করার সুযোগ আছে ব্যবহারকারীদের হাতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here