কিয়ারা আদভানি, বলিউডের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ২০১৪ সালে ‘ফুগলি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন কিয়ারা। এরপর ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘কবির সিংহ’-এর মতো ছবিতে কাজ করে দর্শকের নজর কেড়েছেন তিদিন। এখনও বলিউডে অভিষেকের ১০ বছর পূর্ণ হয়নি। তার আগেই অভিনেত্রী হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন কিয়ারা। কাজ করেছেন শহিদ কাপুর, অক্ষয় কুমার, অনিল কাপুরের মতো তারকা অভিনেতাদের সঙ্গে। এবার বলিউডের বাদশার সঙ্গে কাজ করার সুযোগ এসেছিল কিয়ারার কাছে।
জানা গিয়েছিল, শাহরুখ খানের ‘জাওয়ান’ ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যেতে চলেছে কিয়ারাকে। তবে এখন খবর, সে সুযোগ নাকি পাচ্ছেন না তিনি।
তবে সাম্প্রতিক খবর অনুযায়ী, এই গুঞ্জন নাকি একেবারেই সত্যি নয়। ‘জাওয়ান’-এর কোনও বিশেষ চরিত্র বা গানে দেখা মিলবে না কিয়ারার। ‘জাওয়ান’ বড় মাপের ছবি হওয়ার কারণেই নাকি এই গুঞ্জন ছড়িয়েছে। তবে এই গুঞ্জনের মধ্যে কোনও সত্যতা নেই, দাবি ছবির নির্মাতাদের ঘনিষ্ঠ সূত্রের।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘জাওয়ান’-এর প্রিভিউয়ে একাধিক রূপে ধরা দিয়েছেন শাহরুখ। সেখানে যেমন ‘বাহুবলী’র আদলে তার আগমন আছে, তেমন ‘জোকার’-এর আদলে মুখোশের পিছনে সেই বাঁকা হাসিও আছে। আবার ‘মুন নাইট’-এর মতো গোটা শরীরে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় বর্শা হাতে ঘুরে দাঁড়ানোও আছে প্রিভিউয়ে। ছবির প্রচার ঝলকেই শাহরুখকে দেখে মুগ্ধ অনুরাগীরা। পাশাপাশি নজর কেড়েছেন নয়নতারা ও দীপিকাও। এক ঝলক দেখা গিয়েছে দক্ষিণী তারকা বিজয় সেতুপতি ও বলিউড অভিনেত্রী সান্য মালহোত্রাকে। আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অ্যাটলি পরিচালিত এই ছবি।