রাস্তা প্রশস্ত করার কাজে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইরাকের বসরা নগরীর তিনশ’ বছরের পুরনো একটি মসজিদের মিনার। এই কাণ্ডে সাধারণ মানুষ থেকে শুরু করে দেশটির সংস্কৃতি কর্তৃপক্ষ সবাই ফুঁসে উঠেছে। অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
গত শুক্রবার সকালে সিরাজি মসজিদের লম্বা মিনারটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ১৭২৭ সালে এই মসজিদটি তৈরি করা হয়েছিল।
মেসোপটেমিয়া সভ্যতার সুতিকাগার ইরাক ইতিহাস ও ঐতিহ্যে বেশ সমৃদ্ধ। দেশটিতে মুসলিম ঐতিহ্যও বেশ সমৃদ্ধ।
যুক্তরাষ্ট্র, ইসলামিক স্টেটসহ নানামুখী সংঘাতে এরইমধ্যে অনেক ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো যেগুলো টিকে আছে স্থানীয়রা চাইছেন সেগুলো সযত্নে সংরক্ষণ করা হোক।
ইরাকের সংস্কৃতি মন্ত্রী আহমেদ আল বাদরানি বলেছেন, তিনি সিরাজি মসজিদ ভাঙার অনুমতি দেননি। তিনি আরো জানিয়েছেন, মিনারটির ধ্বংসাবশেষ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র: রয়টার্স