মুখের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়ে সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচকে পরাজয়ের স্বাদ দিয়ে উইম্বলডনের নতুন রাজা হলেন কার্লোস আলকারাস।
শুরুর ধাক্কা সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে স্প্যানিশ আলকারাস জেতেন টানা দুই সেট। যদিও সার্বিয়ান জোকোভিচ চতুর্থ সেট জিতে ম্যাচ নিয়ে যান শেষ সেটে। তবে শেষ রক্ষা হয়নি। দারুণ জয়ে উইম্বলডনে চ্যাম্পিয়ন হলেন তরুণ স্প্যানিশ তারকা।
এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের অপেক্ষা বাড়ল উইম্বলডনের গত চার আসরের চ্যাম্পিয়ন জোকোভিচের।